রবিবার, ১ মে, ২০১৬

অনিমেষ পঙতিমালা



সেই কবে থেকে হৃদয়ের সুদীর্ঘ ফ্ল্যাটের
বাসিন্দা হয়ে আছি, বিনা ভাড়ায়!
আজকাল তুমি জানালায় চাঁদ দেখো না,
তুমি আসোনা বলেই আকাশ টা মুখ গোমড়া
করে থাকে,
আজো দক্ষিণের ঘরে বাতাস পেলাম না,
কাউকে কি নতুন ভাড়া দিয়েছো?
কেন জানি প্রশ্নটা জাগে,
নিজেকে আজকাল খাঁচার পাখি মনে হয়,
খাঁচার পাখি শুধু বেচেঁ থাকে, কিন্তু
প্রাণখুলে
নিঃশ্বাস নিতে পারে না।
আমিও খাঁচার পাখির মত, বুকটা ঢিপঢিপ করে
ঠিকি,
কিন্তু গলাটা আর বাজে না।
#মৃন্ময়
অনিমেষ পঙতিমালা ১

স্বপ্নের দেবদারু গাছ টা বুনেছি অনেক
আগেই,
নাওয়া-খাওয়া ভুলে কত্তো আত্তো যত্ন!
সকাল-বিকেল, এটা ওটা ছুটোছুটি,
দেখতে দেখতে দেবদারু টা বড় হল,
স্বপ্ন গিয়ে ছুঁয়ে দিল নীলাকাশ,
কিন্তু এখন আর নিচে দৃষ্টি ফেরায় না সে,
সব হয়ত এমনি হয়! ভুলে যায়।
গাছটি আছে এখনো, অনেক উঁচু
মাথাটা দেখা যায় না, আমাকেই ভুলে
গেছে সে।
#মৃন্ময়

অনিমেষ পঙতিমালা ২

সে কবে আসবে বলে চলে গিয়েছো!
আর এলে?
পৌষ ফুরিয়ে বৈশাখ এলো, নীল আকাশে
চমকে গেল
শেকড় সদৃশ বিদ্যুৎ, মেঘের ছোঁয়া পেল অভুক্ত
ধরা,
কই এলে না তো?
তোমায় নিয়ে লেখা পদ্য এবার হাজার
পেরোবে,
বাড়ির কাছে কৃষ্ণচূড়া টা হয়ত এবার-ই ফুল
দেবে,
তুমি কি আসবে?
এখনো কিছু কথা বাকীর খাতায় রয়েছে
তোলা,
চেনাজানা পথে হাতে-হাত রেখে কিছুটা
হাঁটা!
সব-ই তো রেখেছো বাকী, আমিও একাকী,
মনের কাছেই প্রশ্ন ছুঁড়ি- বলি, " আর এলে? "
#মৃন্ময়

অনিমেষ পঙতিমালা ৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উত্তপ্ত পৃথিবী এবং চল্লিশ ডিগ্রি

  সাম্প্রতিক সময়ে হিট ওয়েভ এর প্রভাব (ছবিঃ Google) পৃথিবী কেন গরমঃ                       ধরা যাক, একটি কাপে বেশ গরম চা এবং অন্য একটি কাপে ফ...