শুক্রবার, ১১ মে, ২০১৮

গল্পঃ ক্রান্তি



ভাই! কথা শোনেন। ব্যাপারটা...
(কথা শেষ করতে দিল না আকবর, অভিযোগ করছিল তার ই সাগরেদ সেন্টু। যাকে সবাই ব্লেড সেন্টু নামে সবাই চেনে)
তোর সমস্যা মানে আমারো সমস্যা, চল আইজকা সলুশন নিমূ! পাপাই আর বোতল রে কল মার। অপারেশন আইজকা সন্ধ্যায়।
সেন্টুর হলদে দাঁতে শিকারি শেয়ালের মত উজ্জ্বলতা দেখা যায়। মোহাম্মদপুরের কাছাকাছি একটা গলিতে ওরা চারজন ওত পেতে থাকে।
ল্যাম্পপোস্ট টা নষ্ট, একদিক থেকে দেখলে ধরা যায় রাস্তার বিপরীত দিকে একটা মিটমিটে হলদে আলো জ্বলছে। সচরাচর রাস্তাটা ফাঁকা থাকে না। আজকে কেন জানি কবরের নিস্তব্ধতা!
একটা রিক্সার খড়খড়ে আওয়াজ পেয়ে অন্ধকারে শিশ দিয়ে উঠে। পাপাই আর বোতল গান গায়। হিন্দী গান.. মারাত্বক বেসুরে।
ওদের ধমকে উঠে যাযাবর। সিগারেটের ফিল্টার টা সোজা ছুঁড়ে দেয় রিক্সার সামনের চাকার খুব কাছে।
রিক্সাওয়ালা একটু শব্দ করতে না করতে ই নাক বরাবর ঘুষি বাগিয়ে বসে পাপাই।
" চোপ শালারপুত!  বেশী কথা কইলে কাইটা দিমু "
রিক্সাওয়ালার নাক বেয়ে কাল তরলের ধারা বেয়ে যায়। নাক ধরে সে রাস্তাতে বসে পড়ে। পাপাই আরো কয়েকটা কড়া লাথি মারে রিক্সাওয়ালার পেট বরাবর। সে কুঁকড়ে উঠে সরে যায় রাস্তার একপাশে।
যাযাবর আড়ালে সাগরেদের কুকর্ম দেখে যাচ্ছে নিশ্চুপ!
সেন্টু ধূর্ত শেয়ালের মত মেয়েটির গায়ে হাত দিতে ই চিৎকার করে চেঁচিয়ে উঠে।
যাযাবরের গলা শুকিয়ে যায়, মোনালিসা! তুই?
মেয়েটি যাযাবরের গলা চিনতে পেরেছে। সেন্টুর তখন ও হুশ নেই।
যাযাবর এগিয়ে আসে, গলা বাষ্পরুদ্ধ!
কিন্তু কিছু বোঝার আগে ই কেউ একজন আঁতকা রডের আঘাতে ধরাশায়ী করে ফেলে যাযাবর কে। পাপাই কে ততক্ষণে পালাতে দেখা গেল।
সেন্টুর মুখের উপর এলোপাথাড়ি আঘাত চলছে। সেও লুটিয়ে পড়েছে প্রায় রিক্সার নীচে। এবার সোজা হয়ে দাঁড়াল রিক্সাওয়ালা, হাতে লোহার রড। রাস্তার পাশে কন্সট্রাকশনের কাজে রাখা ছিল রড।
কাঁপা গলায় বলল, "আপামনি আপনার ভয় নাই, আমি আছি।"
রিক্সাওয়ালা রিক্সায় উঠে প্যাডেলে চাপ দিতে দিতে কয়েকবার তার নাক মুছল। রক্ত ঝড়ছে সেখান থেকে। মেয়েটি চুপচাপ।
রিক্সাওয়ালা জিজ্ঞেস করল, " এগো চিনতেন আফামনি?"
শান্ত গলায় মেয়েটির উত্তর, " আপনি যার মাথায় পেছন থেকে সবার আগে আঘাত করলেন, সে আমার ভাই!"।
রিক্সাওয়ালা প্যাডেল কিছুক্ষণের জন্য থেমে গেল।
মেয়েটি তখনও নির্বিকার।
রিক্সা আবার চলতে শুরু করল মেয়েটির গন্তব্য।




(গল্পের ঘটনা ও চরিত্র পুরোপুরি কাল্পনিক যা জীবিত কিংবা মৃত কারো সাথে মিলে গেলে একান্ত কাকতালীয়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উত্তপ্ত পৃথিবী এবং চল্লিশ ডিগ্রি

  সাম্প্রতিক সময়ে হিট ওয়েভ এর প্রভাব (ছবিঃ Google) পৃথিবী কেন গরমঃ                       ধরা যাক, একটি কাপে বেশ গরম চা এবং অন্য একটি কাপে ফ...