সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

গল্পঃ একজন কাজী মামুন

বিছানা থেকে উন্মত্ত পাগলের মত উঠে পড়লেন কাজী মামুন। পাশের টেবিলে রাখা স্বছ্ব কাঁচের গ্লাস কোনমতে হাতে নিয়ে ঘড়ঘড় করে পানি খেয়ে ফেললেন তিনি। অসম্ভব দ্রুততার দরুন পানি তালুতে এসে ঠেকল। ভীষন কাশি পাচ্ছে এখন! ঘুম ভাঙাতেই বুঝলেন কে যেন দেয়ালে হাতুড়ি দিয়ে পেরেক গাঁথছে, ধুম-ধাম সেই শব্দে ঘুম ভেঙেছে তার। মেজাজ তিরিক্ষে করে বিড়বিড় করলেন কয়েকবার।

কাজী মামুন, পেশায় বড় ব্যাবসায়ী। আজকাল ঢাকা শহরে এক নামে সবাই তাকে চেনে। নিজেকে সবার সেরা ভাবতে পিছপা হন না কখনও। কোটি কোটি টাকার সম্পদ, ছেলে একজন দেশের বাইরে পড়ছে, মেয়ের বিয়ে দিয়েছেন মাস ছ'য়েক। এখন বাসায় একাই থাকেন। নিজেকে সুখী মানুষদের একজন ভাবেন সবসময়। এখন ব্যাবসার পাশাপাশি জনসেবা করেন। সামনের নির্বাচনে এম পি পদে ভোটও চাইবার আশা রয়েছে।

বর্তমানে অনেক বড় কাজে ব্যাস্ত! স্বাধীনতার ৪৩ বছর উপলক্ষে মুক্তিযোদ্ধা দের পুরস্কার বিতরনী নিয়ে। পুরস্কার দিচ্ছেন তার প্রতিষ্ঠান থেকে। স্বাধীনতার ৪৩ বছর পর তার প্রতিষ্ঠান এবারই সুযোগ পেয়েছে দেশের সোনালী সুর্যোসন্তান মুক্তিযোদ্ধাদের পুরস্কৃত করতে। এজন্য কম তদবির করেন নি তিনি, বিশেষ শ্রেণীর সরকারী লোকজন, মন্ত্রনালয় কাউকে বাদ দেননি তিনি! একরোখা সেই ভাব এখনো জেগে আছে কাজী মামুন সাহেবের মনে। সবকিছুই চাই তার!

মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ের মত এখনো পাঞ্জাবি গায়ে চড়ান কাজী মামুন। গায়ে সুগন্ধি আতর মাখেন। তবে সময়টা শুধু বদলে গেছে, দশতলা উচুঁ ভবনে অফিস। দামী গাড়ি, ঢাকায় সরকারী খাস জমিতে জবর দখল করে বাড়ি! কি নেই এখন তার। মুক্তিযুদ্ধের সময় আজকের কোটি টাকার কানাকড়ি ছিলনা মামুন সাহেবের হাতে। তিন সন্তানের মাঝে সবচেয়ে ছোট মামুন। কারও সাথে মন খুলে কোন কথা বলেনি কখনও, দারিদ্র্যের মাঝে কিভাবে হঠাৎ এত বড়লোক হলেন তিনি সেটা তার ফেলে আসা গ্রামের কেউ ভেবে পান না। এখন গ্রামে খুব একটা যান না তিনি। মাঝে একবার গ্রামে গিয়েছিলেন। সেও আবার গত ঈদুল আযাহার সময়। গ্রামের এতিমখানার জন্য একটি ঊট কুরবানি দেবার জন্য। নিজের নামে একটা মাদ্রাসা দিচ্ছেন খুব তাড়াতাড়ি।
কাজী মামুন সাহেবের ফোন বাজছে! ক্রিং ক্রিং....
-হ্যালো, আসসালামু আলাইকুম
-স্যার, আমি রতন।
-কোন রতন?
-ভুলে গেলেন, গতকাল আপনি অনেক গুলো ক্রেস্টের অর্ডার দিলেন। ওগুলা রেডি!
-তুমি আমার স্মৃতি শক্তি নিয়ে মশকরা কর!
-সরি স্যার, আমি তেমনটা বলিনি।
-তোমার বিল রেডি কর, আমি পাঠিয়ে দিচ্ছি।
রাগলে চোখের সাদা অংশ লালচে হয়ে যায় কাজী মামুন সাহেবের!
ড্রাইভার কে গাড়ি বের করতে বলে, গায়ে সুতির পাঞ্জাবি জড়ালেন। তার পছন্দের আতর গায়ে মাখতেও ভুললেন না তিনি।
গাড়ি চাপিয়ে এবার গন্তব্য সোজা মন্ত্রনালয়। পুরস্কার বিতরনী কোথায় হবে সেটা তো ঠিক করতে হবে।
মন্ত্রী সাহেবের কক্ষ, অনেকটা সাজানো, ব্যাস্ত মন্ত্রী!
ভেতরে এলেন কাজী মামুন, উচ্চস্বরে সালাম দিলেন
-আসসালামু আলাইকুম!!!
-ওয়ালাইকুম আসসালাম।
আরে মামুন সাহেব যে? বসুন। আপনার কথাই হচ্ছিল! আপনি তো অনেকদিন বাঁচবেন!
-কি সৌভাগ্য আমার!
-কি খাবেন ঠান্ডা না গরম!
-না স্যার এত ব্যাস্ত হবেন না, আমি কিছুই খাব না। এতদিন পর জাতির কিছু সুর্যোসন্তান দের পুরস্কৃত করতে পারছি, এর চেয়ে বড় আর কি হতে পারে!
-হ্যা। আপনার জন্য আগামি সপ্তাহে একটা দিন ঠিক করেছি। বিজয় দিবসের আগের দিন। স্থান ইঞ্জিনিয়ারিং মিলনায়তন। ইতিমধ্যে আমাদের মন্ত্রনালয় থেকে এনলিস্টেড মুক্তিযোদ্ধা দের চিঠি দিয়েছি। তারা সবাই আসবেন। তবে যারা অসুস্থ বা মারা গেছেন তাদের ক্ষেত্রে তাদের পরিবার থেকে আত্বীসজন আসবেন।
-অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কিংবা রাস্ট্রপতি পেলে আরও ভাল হত স্যার!
-আমি চেষ্টা করে যাচ্ছি, আর আমি তো আছিই!
আপনাকে স্যার কি বলে যে ধন্যবাদ দেব।
-হাহা সেকি? জাতীয় বীর সম্মাননা পাচ্ছে এতে ধন্যবাদ দেবার কি আছে? আমরা হতভাগা জাতি, এখনো সব করতে পারছি কই!
-আজ আমি তাহলে আসি।
-হ্যা আসুন। (মন্ত্রীর সাথে করমর্দন করলেন কাজী মামুন)

কাজী মামুনের বুকের ছাতি অনেক বড়! না হলে কি করে এত বড় আয়োজন করতে পারেন! বলুন?
অফিস থেকে নেমে, ধীর পায়ে নিজ গাড়ির দিকে পা চালালেন মামুন সাহেব,
গাড়িতে বসে ড্রাইভার এফ এম রেডিওতে গান শুনছিল, গাড়িতে বসেই বিধর্মী গান শুনতে পেলেন কাজী মামুন। গাড়িতে গান শুনে মাথায় রক্ত চড়ে গেল তার। হাতের পাঁচ আঙুল মুঠো করে শক্ত করলেন তিনি!
এবার লাল চোখে সতর্ক করলেন ড্রাইভারকে, 'আবার যদি আমি এই কাজ করতে দেখি, তোমার চাকরী খতম! নাজায়েজ গানা বাজনা! '
ভয়ে চুপসে যায় ড্রাইভার। হতদরিদ্র লোক চাকরী হারাবার চেয়ে বড় কিছু ভয় আর পায় না।

আজ ১৫ই ডিসেম্বর, সেই কাঙ্খিত দিন, স্টেজ সাজানো হয়েছে নানা বর্নিল রঙে! পুরস্কৃত করা হবে জাতির সুর্যোসন্তান দের!
অতিথি হিসেবে আসছেন স্বয়ং রাস্ট্রপতি! আরও গন্যমান্য ব্যাক্তিত্ব। মন্ত্রী সাহেব তো আছেনই।
ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের পর একে একে বক্তব্য দিতে থাকলেন তারা।
রাস্ট্রপতি দেশের সবাইকে প্রকৃত দেশপ্রেমী হবার মন্ত্রনা দিলেন। দেশের জন্য একত্রে কাজ করার পরামর্শ দিলেন। "নিজেদেরকে দেশপ্রেমে অনুপ্রাণিত হতে হবে "
এবার শুরু হল পুরস্কার বিতরনী,,,,
একে একে নাম ডেকে দেয়া হচ্ছিল পুরস্কার
কিন্তু হঠাৎ কোথা থেকে একজন বৃদ্ধ ছুটে এলেন স্টেজে, তাকে ধরে রাখতে হিমশিম খেয়ে গেছে যুবক বয়সের এস এস এফ সহ নিরাপত্তারক্ষীরা।
স্টেজে উঠে তার প্রথম কথা "রাজাকারের বাচ্চা "
হাত উচিয়ে লোকটি মারতে গেল কাজী মামুন কে!
উপস্থিত সবাই অবাক বনে গেলেন এ ঘটনায়।
এস এস এফ সদস্য রা তাকে ধরে না ফেললে হাতের জুতো প্রায় ছুড়ে দিয়ে ফেলেছিলেন বৃদ্ধ!
উপস্থাপক মাইকে সবাইকে শান্ত হতে বললেন। এলোমেলো হয়ে গেল কিছু মুহুর্ত! কেউ কথা বলছে না।
রাস্ট্রপতি কি বলবেন? তিনি সাময়িক এ ঘটনায় বাকরুদ্ধ।
অনুষ্ঠান শেষ! সবাই চলে যাচ্ছে, বৃদ্ধ কি বলল, কেউ তা একবার ভেবেছেন?
কাজী মামুন সাহেবের মত রাজাকার এখনো বেচেঁ! উর্দি বদল করে কোটি টাকার মালিক।
সব একসময় বদলে যাবে, দুদিন পর সংবাদের পাতাও ভুলে যাবে এ ঘটনা।
শুধু দেশ ক্ষমা করবে না। দেশের বিবেক জাগ্রত। আমরা শুধু মৃত লাশ। জেগেও মৃত আমরা।

(গল্পের সমস্ত ঘটনা এবং চরিত্র কাল্পনিক। জীবিত, মৃত, অর্ধমৃত কারো সাথে কোন মিল নেই, মিলে গেলে তা একান্ত কাকতালীয়) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উত্তপ্ত পৃথিবী এবং চল্লিশ ডিগ্রি

  সাম্প্রতিক সময়ে হিট ওয়েভ এর প্রভাব (ছবিঃ Google) পৃথিবী কেন গরমঃ                       ধরা যাক, একটি কাপে বেশ গরম চা এবং অন্য একটি কাপে ফ...