শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

হায়ারোগ্লিফের দেশে (বই রিভিউ)

 


হায়ারোগ্লিফের দেশে- অনির্বাণ ঘোষ

There are very few Bengalis who are not curious about the country of Egypt. A civilization that is more than five and a half thousand years old, with which the names of many Pharaohs and gods are associated. Pyramids, mummies, sphinxes and more! What thrilling narratives are interwoven with its history. Again, in the city of Calcutta on the banks of the Hooghly river, there are countless Egyptian miniatures. How many people keep his news! In the 'Land of Hieroglyphs' came stories some of which are known, and most of which are unknown. The capital of this book is not the gloss of dry history, but the story of a lost time told in the form of a sweet yet digestible story. He has more than 200 pictures, some of which are rare. There are very few such books in Bengali language. Better pictures, better pages, brighter prints.



Our knowledge of the history of the city of Egypt is limited. In the "Met Museum" of New York, you can see Egyptian hair brushes, mason jars, and straw sticks. It seems that people had these things in their hands a few days ago. That man is no longer alive, his son, daughter, grandson, daughter-in-law, great-grandson are nowhere to be found. Maybe life was as chaotic then as it is today, maybe it wasn't, no one knows. Now only a few things remain. And those things seemed to hold those departed souls, as if they had never left, but were whispering around us in the guise of wind.


In this book we see the thoughts of Egyptian architects at that time. How man can build an unforgettable creation by building stone upon stone, how he can overcome all the adversities with the power of intellect in his unique signature book. We learn about Imhotep, who built the Step Pyramid.


We see the common people of Egypt, their life, their dress, their language. The book also details their writings. Hieroglyphs sit at the tail end of the world's writing history.


There are also references to the monotheism that was practiced in Egypt, and light touches on the sinister entanglement of religion and politics. It amazes me to think that people's character remains almost the same even after passing through time.


The book will satisfy all those interested in Egypt. Along with that more than 200 pictures have enriched. There are many things in the book, which I have never heard before. For example: I used to know that Cleopatra was very beautiful. But after reading the book I came to know that although she was not very beautiful in appearance, she was intelligent and very beautiful in terms of personality. Again, before the Cleopatra that we know, there were 6 other Cleopatras that I would not have known if I had not read the book. I enjoyed the descriptions of Bhaveshda, Spandan and PG's conversation with history so much that I did not realize when I had come to the end of the book. I had fun learning how to read hieroglyphs because it's actually not as complicated as it looks once you know the rules.



মিশর দেশটা নিয়ে কৌতূহলী নয় এমন বাঙালি খুব কমই আছেন। সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুরোনো একটা সভ্যতা, যার সঙ্গে জড়িয়ে আছে কত ফারাও, কত দেবদেবীর নাম। পিরামিড, মমি, স্ফিংস এবং আরও কত কী! কত রোমাঞ্চকর সব আখ্যান জড়িয়ে রয়েছে এর ইতিহাসের সঙ্গে। আবার হুগলী নদীর তীরের কলকাতা শহরে ছড়িয়ে রয়েছে অজস্র মিশরীয় মনিমানিক্য। তার খবরই বা ক’জন রাখেন! ‘হায়রোগ্লিফের দেশে’ নিয়ে এল সেই সব গল্প যার কিছু কিছু জানা, এবং বেশির ভাগই অজানা। শুকনো ইতিহাসের কচকচি না, বরং স্বাদু অথচ সহজপাচ্য গল্পের আকারে বলা এক হারিয়ে যাওয়া সময়ের কথাই এই বইয়ের মূলধন। তার সঙ্গে আছে ২০০-এর বেশি ছবি, যার বেশ কিছু দুর্লভ, দুষ্প্রাপ্য। এমন বই বাংলা ভাষায় খুব কমই আছে। আারও ভাল ছবি, আরও ভাল পাতা, ঝকঝকে ছাপা।


মিশর শহরের ইতিহাস নিয়ে আমাদের জ্ঞান সীমিত। নিউ ইয়র্কের " মেট মিউজিয়ামে " ঈজিপশিয়ান জাতির চুলের বুরুশ, মাজনের কৌটো, খড়কে কাঠি এসব দেখতে দেখতে মনে হয়, কত-কত দিন আগে মানুষের হাতে ছিল এই জিনিস। সে মানুষ আর বেঁচে নেই, তার পুত্র, কন্যা, পৌত্র, দৌহিত্র, প্রপৌত্র কেউ কোত্থাও নেই আর। হয়তো জীবন সেদিনও আজকের মত ম্যাড়মেড়ে ছিল, হয়তো ছিল না, কেউ কিছু জানে না আর। এখন শুধু কয়েকটা জিনিস পড়ে আছে। আর সেই জিনিসগুলো যেন ধরে রেখেছে সেসব বিদেহী আত্মাকে, যেন গিয়েও চলে যায়নি তারা, শুধু বাতাসের ছদ্মবেশে আমাদেরই আশেপাশে ফিসফিস করে ঘুরে চলেছে।

এই বইতে আমরা দেখতে পাই সেসময়ের মিশরের স্থপতিদের চিন্তার কথা। মানুষ কীভাবে পাথরের ওপর পাথর গেঁথে অবিস্মরণীয় সৃষ্টি করতে পারে, কেমন ভাবে সব প্রতিকূলতাকে কাটাতে পারে বুদ্ধির জোরে তার অনন্য স্বাক্ষর বইয়ের ভেতর। আমরা জানতে পারি ইমহোটেপের কথা, যিনি বানিয়েছিলেন স্টেপ পিরামিড।

আমরা দেখতে পাই মিশরের সাধারণ লোকেদের, তাদের জীবন, তাদের পরিধান, তাদের ভাষা। তাদের লেখা সম্বন্ধেও বইটিতে বিশদ বিবরণ রয়েছে। হায়রোগ্লিফ পৃথিবীর লেখার ইতিহাসের শেষপ্রান্তে বসে আছে।


মিশরের এই ধর্মাচরণের মাঝেও যে একেশ্বরবাদের চর্চা হয়েছিল সেটার উল্লেখও রয়েছে, এবং হাল্কা ছোঁয়া আছে ধর্ম আর রাজনীতির অশুভ আঁতাতের। কালের সুদূর পার পেরিয়েও মানুষের চরিত্র যে প্রায় একই আছে ভাবলে পুলকিত হই।


বইটি মিশর নিয়ে সকল আগ্রহী মানুষের মনের খোরাক বেশ ভালোভাবে মেটাবে। সেই সাথে ২০০ এর ওপরে ছবি আরো সমৃদ্ধ করেছে। এমন অনেক কিছুই বইতে আছে, যা আগে কখনো শুনিনি। যেমনঃ আগে জানতাম ক্লিওপেট্রা নাকি দেখতে দারুণ সুন্দরী ছিলেন। কিন্তু বই পড়ে জানলাম তিনি দেখতে আহামরি সুন্দরী না হলেও ছিলেন বুদ্ধিমতী এবং ব্যক্তিত্বের দিক দিয়ে ছিলেন নিদারুণ সুন্দর। আবার আমরা যে ক্লিওপেট্রাকে চিনি তার আগে আরো ৬ জন ক্লিওপেট্রা ছিলেন সেটা বই না পড়লে জানতাম না। ইতিহাসের সাথে ভবেশদা, স্পন্দন আর পিজির আড্ডার বর্ণনাগুলোই এতটাই উপভোগ করেছি যে কখন যে বইয়ের শেষে চলে এসেছি তা টেরই পাইনি। মজা পেয়েছি হায়রোগ্লিফ পড়ার পদ্ধতি শিখে কারণ এটা দেখতে যতটা জটিল বলে মনে হয় নিয়ম জানলে বাস্তবিকভাবে অতটা জটিল না। 

বই লিংকঃ https://t.me/boipatra


উত্তপ্ত পৃথিবী এবং চল্লিশ ডিগ্রি

  সাম্প্রতিক সময়ে হিট ওয়েভ এর প্রভাব (ছবিঃ Google) পৃথিবী কেন গরমঃ                       ধরা যাক, একটি কাপে বেশ গরম চা এবং অন্য একটি কাপে ফ...